,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Brahmanbaria Pic 001 1

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় ৯ কেজি গাঁজা ও ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। গত সোমবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাটিহাতা বিশ্বরোডে দুটি বাসে তল্লাশী চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের মোঃ রুবেল মিয়া-(২৫), ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার উদিসা গ্রামের কামাল হোসেন-(৪৫), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামের ফাতেমা আক্তার ইতি-(২৩) ও ঢাকার পূর্ব ইসলামপুর এলাকার দীপা আক্তার-(৩১)।

মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সদস্যরা কুমিল্লা-সিলেট মহাসড়কের খাটিহাতা বিশ্বরোড এলাকায় ঢাকাগামী ‘তিশা’ পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ৪ কেজি গাঁজা এবং ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রুবেল মিয়া ও কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

একই রাতে ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফাতেমা আক্তার ইতি ও দীপা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

Sorry, no post hare.