খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে ও বাঙালির চিরায়ত সংস্কৃতি ধরে রাখতে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্থানীয় লোকনাথ উদ্যানে (টেংকের পাড়) “ ভোরের সাথী” নামক একটি সংগঠনের উদ্যোগে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসবে ভাপা পিঠা, চিতল পিঠা, পাটি সাপটা, চিতল পিঠা, চুয়া পিঠা, পোয়া পিঠাসহ হরেক রকমের পিঠা রাখা হয়।
শনিবার সকালে সংগঠনের আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন পিঠা উৎসব উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তাজ মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ হাবিবুল্লাহ।
রোটারিয়ান মোহাম্মদ মনিরুল আলমের সঞ্চালনায় পিঠা উৎসবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মোঃ বাবুল মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, বিশিষ্ট সমাজসেবক আবু নাসের বাহার, ডাঃ মেসবাহ উদ্দিন চৌধুরী, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুস সালাম, জেলা নাগরিক কমিটির সহ-সভাপতি ইস্কান্দর মির্জা, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক তানজিল আহমেদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বৈশাখী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।