,
শিরোনাম:
৩৫৪ বোতল বিদেশী মদসহ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন গ্রেপ্তার কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে / ২৫ জন আহত ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগিরক পার্টির বিক্ষোভ মিছিল আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন

নিখোঁজের চারদিন পর আশুগঞ্জে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

035535Dead body 01 kalerkantho pic 1

খবর সারাদিন রিপোর্টঃ  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিখোঁজের চারদিন পর ইজিবাইক চালক শিশু ইমনের-(১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামের একটি ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। ইমন তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামের ফকির বাড়ির মোঃ নাসির মিয়ার ছেলে।
পুলিশ ইমনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, মৈশাইর গ্রামের নাসির মিয়ার  শিশু ছেলে ইমন  গত এক বছর ধরে ভাড়ায় ব্যাটারি চালিত ইজিবাইক চালাতো। গত রোববার বিকালে ইমন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়, এরপর আর বাড়ি ফিরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে  খোঁজাখুঁজি করেও তার সন্ধ্যান মিলেনি। এ ঘটনায় গত সোমবার ইমনের পিতা নাসির মিয়া আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন উপজেলার আন্দিদিল গ্রামের একটি ডোবায় একটি লাশ ভাসতে দেখে ইমনের পরিবারকে খবর দিলে ইমনের পরিবারের লোকজন সে গিয়ে ইমনের লাশ সনাক্ত করে।
খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌছে হাত-পা বাঁধা অবস্থায় ইমনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
ইমনের বাবা নাসির মিয়া বলেন,  তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি তার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। এ ঘটনায় এখনো ইমনের স্বজনেরা থানায় মামলা দায়ের করেনি।

শেয়ার করুন

Sorry, no post hare.