,
শিরোনাম:
দীর্ঘ ১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্যের গোডাউন থেকে নকল সার জব্দ ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু লরিকে অতিক্রম করতে গিয়ে আখাউড়ায় মোটর সাইকেল চালক নিহত নাসিরনগরে দুই মাসে ৩১ ট্রান্সফরমার চুরি,বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কা অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল

চাটমোহর পলিটেকনিক শিক্ষার্থীর অন্ধকার পরিমাপক যন্ত্র আবিষ্কার

2 17

পাবনার চাটমোহরে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মেলায় চাটমোহর পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী ফরিদুল ইসলাম ‘অন্ধকার পরিমাপক যন্ত্র’ উপস্থাপন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে দুদিনব্যাপী মেলায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. মকবুল হোসেন।

এ সময় চাটমোহর পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের ষষ্ঠ পর্বের ছাত্র ফরিদুল ইসলামের ‘অন্ধকার পরিমাপক যন্ত্র’ আবিষ্কার করা দেখে প্রধান অতিথি তাকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেন।

এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৭টি স্টল এতে অংশ নিয়ে তাদের আবিষ্কৃত বস্তু তুলে ধরেন। পরে অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, থানার ওসি সেখ নাসির উদ্দিন, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল, প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আবদুল হালীম।

শেয়ার করুন

Sorry, no post hare.