ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র মাস মাহে রমজানের প্রথমদিন বাজার তদারকিমূলক অভিযানে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দুপুরে পৌর শহরের সড়ক বাজারে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা। এ সময় মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৯ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫শ টাকা জরিমানা করেন। এরমধ্যে ৭টি সবজি দোকান ও ২ টি মুদি দোকান রয়েছে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করে দ্রæত মূল্য তালিকা টানানো নির্দেশ দেওয়া হয়। অভিযান পরিচালনা সময় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা বলেন, রমজানকে সামনে রেখে কেউ যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য আমাদের কর্মকর্তারা কাজ করছে। এরই অংশ হিসেবে বিভিন্ন মুদি ও সবজির দোকানে অভিযান চালিয়ে ম‚ল্য তালিকা না থাকায় ৯ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া
তারিখঃ ২৪.০৩.২০২৩