খবর সারাদিন রিপোর্ট : ব্যাক্তি মালিকানাধীন জায়গাকে নিজেদের দাবি করে প্রাচীর নির্মাণে বাধা দেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলণ করেছে ভোক্তভোগিরা। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ইট-বালি বিক্রেতা মো. মলাই মিয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মেড্ডা এলাকায় ২২ শতক জায়গা তিনি ক্রয় সূত্রে মালিক হন। যার পাশে ২৫ বিজিবির একটি নৌ ক্যাম্প রয়েছে। ২০১৭ সালে তিনি তার জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে ওই জায়গাকে নিজেদের দাবি করে বিজিবি তাতে বাধা দেয়। পরে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত তার পক্ষে রায় দেন। কিন্তু বিজিবি সেই রায় উপেক্ষা করে তাকে এখনও বাধা দিয়ে আসছেন। তিনি আজ ফের প্রাচীর নির্মাণ করতে গেলে বিজিবির লোকজন বাধা দিয়ে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। তিনি এর প্রতিকার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ চেয়েছেন।
তবে এ বিষয়ে ২৫ বিজিবির কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।
শেয়ার করুন