স্টাফ রিপোর্টার : ঝড়ে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ অংশের প্যান্ডেল ভেঙ্গে আহত হয়েছেন ১৫ জন। এ সময় ভেতরে অনেকে আটকা পড়েন। খবর পেয়ে তাদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এরপর বাকিদের প্যান্ডেলের ভেতর থেকে বের করে আনা হয়।
এর আগে, শুক্রবার ইফতারের পর হঠাৎ করেই রাজধানীর উপর দিয়ে ঘণ্টায় ৬৫ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস ও বজ্রসহ কালবৈশাখী বয়ে যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঝড়ে মসজিদের দক্ষিণ গেটের কাছে নামাজের প্যান্ডেল ভেঙ্গে কয়েকজন আহত হন। এ সময় অনেকে ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্যান্ডেলের ভেতরে আটকে পড়াদের বাইরে বের করে আনেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শেয়ার করুন