,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

আখাউড়া থানার হাজত কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি ফের গ্রেপ্তার৷

WhatsApp Image 2024 07 03 at 5.37.09 PM jpeg

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানার হাজত কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি আরজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) ভোরে জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ। গ্রেপ্তার আরজু মিয়া ওই এলাকার মো. নূরুল হকের ছেলে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ২ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছিল পুলিশ। এক গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ জুলাই) ভোরে কসবা উপজেলার বিনাউটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। পরে তাকে আজ ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, গত সোমবার (১ জুলাই) সকালে ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা মাদক উদ্ধারে অভিযান চালায়। অভিযান চলাকালে আরজু মিয়াকে ৪ কেজি গাঁজাসহ আটক করে পুলিশ। এবং বেলা সাড়ে ১১টার দিকে তার নামে নিয়মিত মাদক মামলা রুজু করে পুলিশ ফাঁড়ি থেকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়।

আখাউড়া থানায় আরজু মিয়াকে একটি কক্ষে দরজা বন্ধ করে রাখা হয়। কিন্তু আরজু মিয়া ওই কক্ষের জানালার গ্রীল ভেঙে দুপুর ২টার দিকে পালিয়ে যায়।

আসামি থানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় সংবাদ মাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হলে। পরদিন মঙ্গলবার (২ জুলাই) দায়িত্বে অবহেলার অভিযোগে ঘটনার দিন দায়িত্বে থাকা ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এস.আই) নিজাম উদ্দিন ও কনস্টেবল জোৎস্না বেগমকে সাময়িক বরখাস্ত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার সাখাওয়াত হোসেন।

শেয়ার করুন

Sorry, no post hare.