খবর সারাদিন রিপোর্টঃ সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীসহ সকল হত্যাকারী আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে ও ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দু:শাসনে তাদের দোসর কর্তৃক নিরীহ ছাত্র-জনতার উপর অত্যাচারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে ছাত্র-জনতার পক্ষে থেকে উবায়দুল মোকতাদিরসহ সকল হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। এর আগে পাওয়ার হাউজ রোড থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সামনে গিয়ে অবস্থান নেন।
এতে বক্তব্য রাখেন ছাত্র-জনতা নেতা মুইনুদ্দিন, মোঃ রিফাত, মোঃ দ্বীন ইসলাম, মোঃ সাকিবুল হাসান মোঃ নজরুল ইসলামসহ অসংখ্য ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ২০১৬ ও ২০২১ সালে সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে ব্রাহ্মণবাড়িয়াতে হত্যাকাণ্ড গঠিত হয়। মোকতাদির চৌধুরীকে প্রধান আসামি করে একাধিক মামলা করা হয়েছে। পুলিশ-প্রশাসন এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। আগামী ২৪ ঘন্টার ভেতর যদি আসামিদের গ্রেফতার না করা হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়াতে আন্দোলনের দাবানল চলবে। তার জন্য দায়ভার নিতে হবে প্রশাসনকে।
এসময় বক্তারা আরো বলেন, ২০২১ সালে ১৭ ছাত্র শহীদ হয়েছে৷ শহীদ হওয়া পরিবাররা সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে বিলম্ব করে। সমাবেশে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।