খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাউতলী ডায়াবেটিক সমিতির কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সমিতির হলরুমে “ডায়াবেটিস সুস্থতাই হোক আমাদের অঙ্গীকার” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়ায় ডায়াবেটিক সমিতির সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মিন্টু ভৌমিকের সভাপতিত্বে ও সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইকবাল হোসাইন, সিভিল সার্জন মোঃ নোমান মিয়া, জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল কাইয়ুম, সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবউল্লাহ ও সাধারণ সম্পাদক কাজী কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এম. ওমর ফারুক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু। আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত হাঁটা, ব্যয়াম করা ও খাদ্যাভাসে পরিমিতি আনার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।