খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যের (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। এঘটনায় মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত দুই দেশের পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।
গুলিতে আহতরা হলেন নেত্রকোনা জেলার বারহাট্টার আজিজ মিয়ার ছেলে মোঃ রুকন উদ্দিন (৩৫) ও কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জাকির হোসেন (৩০)। বর্তমানে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে কসবা উপজলোর বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি রুকন ও জাকির আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে নিহতের স্বজনসহ কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন।
এদিকে মঙ্গলবার দুপুরে কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ২০৫০ পিলার এলাকায় দুই দেশের বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ.এম.জাবের বিন জব্বারসহ বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন না ধরায় বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ.এম জাবের বিন জব্বারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের তিনি জানান, নিরস্ত্র বাংলাদেশির উপর গুলি চালানোর ঘটনায় দুই দেশের পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। বিএসএফ বিষয়টি নিয়ে তদন্ত করবে এবং দোষী সাবস্ত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।