খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ইনষ্টিটিউট বাংলাদেশ আয়োজিত সাংবাদিকদের ৩ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এস এম শফিকুল্লাহ। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি খ, আ, ম রশিদুল ইসলাম। প্রেসক্লাব সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক বাংলাভিশনের বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, লাইফ টিভি২৪.কমের আনোয়ার হক এবং প্রশিক্ষনের সমন্বয়কারী পিআইব’র সহকারী প্রশিক্ষক তানিয়া পারভীন। ৩ দিনব্যাপী কর্মশালায় সমসাময়িক প্রেক্ষাপটে সাংবাদিকতার চ্যালেঞ্জ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ইতিবাচক এবং অপ সাংবাদিকতার নেতিবাচক দিক, সাংবাদিকতার নীতিমালা ও আইন এবং সাংবাদিকতার প্রয়োজনীয় ও খুটিনাটি বিষয় সম্পর্কে অবহিতকরন করা হয়। প্রশিক্ষনে জেলার ৩৫জন সাংবাদিক অংশ নেন।
শেয়ার করুন