,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলনে ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনের রোড ম্যাপটি আরো স্পষ্ট হলে দেশের মানুষ আরো অনেক বেশি আশ্বস্ত হতো ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী সমিতি ও নাগরিক কমিটির পাল্টাপাল্টি কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় এসপিকে ক্ষমা চাওয়ার ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের গ্রেপ্তার দাবি জাতীয় নাগরিক কমিটির নেতার ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরিকে গ্রেফতার অভিযানে পুলিশের ৩ গাড়ি ভাংচুর, ৬ পুলিশ আহত \ আটক ৬ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ছিনতাইকারি গ্রেপ্তার \ লুন্ঠিত টাকা উদ্ধার শহীদ বুদ্ধিজীবী দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় নেতার ‘শূণ্য পাঁচ’ কর্মসূচি ঘোষণা সরাইলে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ৫৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ছিনতাইকারি গ্রেপ্তার \ লুন্ঠিত টাকা উদ্ধার

WhatsApp Image 2024 12 15 at 6.05.03 PM jpeg

খবর সারাদিন রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় শহরের মৌলভীপাড়া চক্ষু হাসপাতালের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী মৌলভীপাড়ার একটি বহুতল বিশিষ্ট ভবনের ১১ তলার বাসা থেকে ছিনিয়ে নেয়া একটি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শরীফ আহমেদ প্রকাশ শরীফ-(১৭), সাইমুন-(১৭), ছাজিম হোসেন-(১৭), আমির হামজা প্রকাশ আলফি-(১৭), মাহিদুল ইসলাম প্রকাশ সিহাব-(১৭) ও মোঃ রায়হান-(১৭)।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার সময় মৌলভীপাড়া চক্ষু হাসপাতালের সামনে থেকে ছিনতাইকারিরা শহরের কাউতলী এলাকার সজিবুর রহমান গাজি নামক এক ব্যক্তিকে ছোড়ার ভয় দেখিয়ে জিম্মি করে নিয়ে যায়। পরে পাশের একটি জেনারেটর রুমে নিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও বিকাশে ১০ হাজার টাকা এনে ছিনিয়ে নেয় ছিনতাইকারিরা। পরে সজিবুর রহমান গাজিকে ছেড়ে দেয়।
পরে সজিবুর রহমান গাজি বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সিসি টিভির ফুটেজের ভিত্তিতে ৬ ছিনতাইকারিকে গ্রেপ্তার করে ও তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করে।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Sorry, no post hare.