খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ বোতল ফেন্সিডিল, ৯৬ বোতল মদ এবং ১ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে ও রোববার রাতে জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের দাসপাড়া ও কসবা পৌর এলাকার মরাপুকুর পাড় নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, অপু মিয়া-(২৪), আশরাফুল ইসলাম-(২২) ও গোলাম জিলানী- (২৩) । এ ঘটনায় নবীনগর ও কসবা থানায় পৃথক দুটি মামলা হয়েছে। সোমবার দুপুরে জেলা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের দাসপাড়ায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল, ৯৬ বোতল মদ এবং ১ কেজি গাঁজাসহ অপু মিয়া নামে ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। অপর দিকে রোববার রাতে কসবা পৌর এলাকার মরাপুকুর পাড় নামক স্থানে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও গোলাম জিলানীকে গ্রেপ্তার করা হয়।
শেয়ার করুন