,
শিরোনাম:
জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের জের সরাইলে প্রতিপক্ষের হামলায় নিহত ২ \ আটক -৪ স্বৈরাচারের মাথা পালিয়ে গেছে কিন্তু অবশিষ্ট অংশ মাথাচাড়া দিয়ে দেশের দখল নেয়ার চেষ্টা করছে… ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সম্মেলনে ভিডিও কনফারেন্সে তারেক রহমান….. ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা.. ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন জেলা বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় একাংশের জুতা মিছিল নাসিরনগরে আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত সরাইলে স্বামীর হাতে স্ত্রী খুন ব্রাহ্মণবাড়িযায় রেল যাত্রীদের দুর্ভোগ, বিকল্প সড়ক পথে ছুটছেন যাত্রীরা দীর্ঘ ১১ মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু বিভিন্ন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

নাসিরনগরে দু’দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত

WhatsApp Image 2025 01 01 at 17.37.19 bc670a5d jpg

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মছলন্দপুর আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে দু’দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত হয়েছে। সোমবার বাদ জোহর থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত দু’ব্যাপী মাদ্রাসা মাঠে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
দু’দিন ব্যাপী মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফিলিস্তিন মসজিদুল আকসার ইমাম ও খতিব ড. আলী ওমর ইয়াকুব আল-আব্বাসী।
ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষা সচিব আল্লামা মুফতি শামসুল হকের সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান বক্তা ছিলেন ঢাকা সাভার জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুনায়েদ আল হাবিব। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান, বরুনা মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি ওলিউর রহমান হামিদী, ঢাকা জামিয়া ইসলামিয়া বায়তুন নুর মাদরাসার অধ্যক্ষ মুফতি মনিরুজ্জামান।
মছলন্দপুর আল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি সাইদুর রহমান সাঈদীর সঞ্চালনায় মহাসম্মেলনে বয়ান করেন মুফতি ফয়জুল্লাহ আশরাফী, মুফতি উবায়দুল্লাহ মাদানী, মুফতি বেলায়েতুল্লাহ কাসেমী, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, হাফেজ ইকবাল হোসেন, মাওলানা জানে আলম সিদ্দিকী, মুফতি মোতালিব হোসেন ছালেহী, মাওলানা হাবিবুল মুরসালিন, মুফতি সাইফুল ইসলাম মুমতাজী, মাওলানা তাফাজ্জল হক, হাফেজ মাওলানা খুবাইব আহমাদসহ স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আসা ওলামায়ে কেরামগণ।
মহাসম্মেলনে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ সোলাইমান, হাফেজ মোহাম্মদ অলি উল্লাহ ও হাফেজ মোহাম্মদ আসাদ উল্লাহকে পাগড়ী প্রদান করা হয়। এছাড়াও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে (বেফাক)-২০২৪ ইং কেন্দ্রীয় পরীক্ষায় অই মাদ্রাসা থেকে সারা বাংলাদেশে মেধা তালিকায় এ প্লাস অর্জনকারী মোঃ বাইজিদ আহমাদ, মো: তাইফুর রহমান ও মাসুম বিল্লাহকে নগদ অর্থসহ সম্মাননা প্রদান করা হয়। সম্মেলনে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Sorry, no post hare.