,
শিরোনাম:
জমি ও ব্যবসায়িক বিরোধের জের ব্রাহ্মণবাড়িয়ায় একটি পরিবারকে একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ আওয়ামীলীগ নেতা ও পুলিশের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় এক সাথে সন্তানের জন্ম দিলেন গৃহবধূ আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫টন জিরা আমদানি মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় ৭জন ভারতীয় চোরাকারবারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় মহাসমাবেশে আল্লামা ইমাম হায়াত মানবতার রাজনীতি ছাড়া মানব জীবনে আর কোন বৈধ রাজনীতি নেই। চার শতাধিক নারী-পুরুষের অংশ গ্রহনে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন অনুষ্ঠিত ব্রাহ্মনবাড়িয়া শিশু নাট্যমের অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া নাসিরনগরে দু’দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত

ব্রাহ্মণবাড়িয়ায় চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

WhatsApp Image 2025 01 08 at 17.29.00 09530724 jpg

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।
গত মঙ্গলবার বিকেলে ও মঙ্গলবার রাতে জেলার আখাউড়া উপজেলার মোগড়া ও কলেজপাড়া এবং কসবা উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব ও পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, হাসিনা আক্তার, ফাতেমা আক্তার, খলিল মিয়া ও জাহাঙ্গীর আলম।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সাড়ে নয়টার দিকে মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর থেকে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসিনা আক্তার ও ফাতেমা আক্তার নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের দু’জনের বাড়ি উপজেলার শিবনগর গ্রামে। অপর একই রাতে অপর অভিযানে পৌর শহরের বাইপাস কলেজপাড়া থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ খলিল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অপর দিকে র‌্যাব-৯, সিপিসি-১-এর ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি আভিযানিক দল মঙ্গলবার বিকেলে কসবা উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলমের বাড়ি আখাউড়ার মসজিদ পাড়ায়। এ ঘটনায় কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

Sorry, no post hare.