,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু লরিকে অতিক্রম করতে গিয়ে আখাউড়ায় মোটর সাইকেল চালক নিহত নাসিরনগরে দুই মাসে ৩১ ট্রান্সফরমার চুরি,বোরো চাষ ব্যাহত হওয়ার শঙ্কা অনিবার্য কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন স্থগিত স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া সম্মেলন মেনে নেবে না, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের ঘোষণা পাওনা টাকা নিয়ে বিরোধের জের কসবায় ফুফাতো ভাইয়ের হাতে মামাতো ভাই খুন নব-গঠিত কমিটি বাতিলের দাবিতে সরাইলে বিএনপির একাংশের ঝাড়ু– মিছিল ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় পৌরসভার পরিছন্নতা কর্মী নিহত ভ্রাম্যমান আদালতের অভিযান সরাইলে কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে দুইজনকে জেল-জরিমানা চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহাল ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

WhatsApp Image 2025 01 20 at 6.43.35 PM 1 jpeg

খবর সারাদিন রিপোর্টঃ
সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে তথ্য সংগ্রহকারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি তাদেরকে প্রয়োজনীয় তথ্য-প্রমাণাদি প্রদানপূর্বক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত তথ্য সংগ্রহকারীদের সুপার ভাইজার, খেলেনা রানী সাহা জানান, যাদের বয়স পহেলা জানুয়ারী ২০০৮ বা তার পূর্বে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে জন্ম নিবন্ধনের বাংলা-ইংরেজি কপি, পিতা-মাতার এনআইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, রক্তের গ্রুপ, টেলিফোন নম্বর অথবা মোবাইল নম্বর সহ যাবতীয় তথ্যাদি প্রদান করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি প্রদানের পর ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হতে হবে।

এদিকে নতুন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে উচ্ছাস প্রকাশ করেছেন নতুন ভোটার ও তাদের স্বজনেরা।
নতুন ভোটার হওয়া কনিকা দেবনাথ জানান, এই তালিকায় অর্ন্তভুক্তির মাধ্যমে ভোটাধিয়ার প্রয়োগ সহ রাষ্ট্রীয় সকল কার্যক্রমে তারা অংশ গ্রহন করতে পারবেন। এতে অনেক খুশি তিনি।

নিজের পুত্রবধূ ভোটার তালিকায় অর্ন্তভুক্তি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন চারু দেবনাথ। তিনি বলেন, সদ্য বিয়ের পর তার পুত্রবধূ এনআইডি সহ ভোটার তালিকায় অর্ন্তভুক্ত হয়েছেন। এতে খুশি তারা।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মাঠ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৮ জন প্রধান শিক্ষক সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তথ্য সংগ্রহকারী হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৮০জন সহকারি শিক্ষক দায়িত্ব পালন করছেন। আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই কার্যক্রম চলবে।

শেয়ার করুন

Sorry, no post hare.