খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন আকন্দ। গত সোমবার বিকেলে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতে ইসলামীর রোকন সম্মেলনে আমীর নির্বাচন হয়।
জেলা আমীর মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ.টি.এম মাসুম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার প্রমূখ।
সম্মেলনের শুরুতে ২০২৫ ও ২৬ সেশনের জন্য রোকনদের সরাসরি ভোটে জেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রধান অতিথি নব-নির্বাচিত জেলা আমীর হিসেবে মোবারক হোসেন আকন্দের নাম ঘোষণা করেন ও তাকে শপথ বাক্য পাঠ করান।
দলীয় সূত্র জানিয়েছে, জেলা মজলিশে সূরা নির্বাচনের পর জেলা সেক্রেটারিসহ অন্যান্য বিভাগীয় দায়িত্ব বন্টন করা হবে।
শেয়ার করুন