,
শিরোনাম:
বিজয়নগরে বিএনপির নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন নবীনগরে ১১ চোরাই মোটর সাইকেল উদ্ধার ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ব্রাহ্মণবাড়িয়ায় নারী আটক বিজয়নগরে সাংবাদিক পরিচয়ে টাকা দাবি, যুবক গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত ৯ ঘন্টাপর গন্তব্যের দিকে রওয়ানা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা আশুগঞ্জে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় টিকেট কালোবাজারিদের বিরুদ্ধে মানববন্ধন শেষে হামলা, ৪ ছাত্র আহত। টিকেটে কালোবাজারি আটক কাঁথায় মোড়ানো নবজাতক উদ্ধার স্ত্রীর পরকীয়ার কারনেই জোড়া হত্যাকান্ড \ আদালতে ঘাতক স্বামীর দায় স্বীকার

ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস লাইনচ্যুত ৯ ঘন্টাপর গন্তব্যের দিকে রওয়ানা

WhatsApp Image 2025 03 09 at 5.51.37 PM jpeg

খবর সারাদিন রিপোর্টঃ
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত পৌণে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়। ট্রেনটির “ঝ” বগির চারটি চাকা লাইন থেকে সরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

এদিকে লাইনচ্যুত হওয়ার প্রায় ৯ ঘন্টা পর দুর্ঘটনা কবলিত বগিটি রেখে রোববার সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের দিকে ছেড়ে যায়। দূর্ঘটনার কারণে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশনের ১ নং রেললাইন দিয়ে চলাচল বন্ধ থাকায় অন্যান্য ট্রেন চলাচলে বিঘœ ঘটে, কিছুটা সিডিউল বিপর্যয় দেখা দেয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত ১১টা ৩৭ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের আউটারের মেইন লাইন থেকে লুব লাইনে ঢোকার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চারটি চাকা রেললাইনের ¯িøপারের ওপর ঘেঁষে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। ওই চারটি চাকা ট্রলি থেকে বিচ্ছিন্ন হয়ে ভেঙে যায়। স্টেশনে থামার পর ট্রেনের যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে পড়েন।

ওই ট্রেনের যাত্রী আরেফিন শোভন বলেন, ‘প্রথমে মনে হয়েছে ট্রেনে আগুন ধরেছে। কারণ, ধোঁয়া উড়ছিল মনে হয়েছে। বাঁক নেওয়ার সময় প্রচÐ ঝাঁকুনি খেয়েছিল ট্রেন। আমরা অনেক ভয় পেয়েছি। ট্রেন থেকে নেমে দেখতে পাই, একটি বগির সামনের চারটি চাকা খুলে ভেঙ্গে গেছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার জসিম উদ্দিন ও স্টেশন মাস্টার আবদুস সাকির জানান, লাইনচ্যুত হওয়া বগিসহ দুটি বগি রেখে বাকি বগিগুলো নিয়ে সকাল ৮টা ১০ মিনিটে ট্রেন চট্টগ্রামের উদ্দেশে রওনা হয় মহানগর এক্সপ্রেস । রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করেছে। দুপুরে লাইনচ্যুত একটি বগি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে রেখে আরেকটি বগি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে নিয়ে গেছে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ঢুকার সময় সকল ট্রেনকে ১০ কিলোমিটার গতিতে চালানোর নির্দেশ দেয়া হয়েছে। রেললাইন, রেললাইনের কিছু স্প্রিংসহ শতাধিকের বেশি ¯িøপার ক্ষতিগ্রস্থ হয়ে ভেঙে গেছে।

শেয়ার করুন

Sorry, no post hare.