খবর সারাদিন রিপোর্টঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে নবীনগর পৌর শহরের জমিদার বাড়ির বালুচর মাঠের একটি গোডাউনে অভিযান চালিয়ে এসব চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পৌর শহরের জমিদার বাড়ির বালুরচর মাঠের পাশের আরফাতুল ইসলামের গোডাউনে অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় চোরাই মোটরসাইকেল বেচা-কেনা কওে আসছে। তাদের মধ্যে অন্যতম নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের আরফাতুল ইসলাম। অভিযান পরিচালনা করার সময় সে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় ৪ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে