,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান আওয়ামীলীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগিরক পার্টির বিক্ষোভ মিছিল আশুগঞ্জে নির্ধারিত সীমানার বাইরে গিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন ব্রাহ্মণবাড়িয়ায় পিএফজি’র উদ্যোগে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা বৈষম্যবিরোধী ৩ ছাত্র প্রতিনিধিকে মাইক্রোচালকদের মারধর

সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান

WhatsApp Image 2025 03 23 at 7.46.59 PM jpeg

খবর সারাদিন রিপোর্টঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরর মাঠ পর্যায়ের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের গ্রেড উন্নতীকরণের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি দিয়েছে জেলায় কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ। রবিবার বিকেলে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। কর্মকর্তারা প্রথমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এবং পরবর্তীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন। তবে জেলা প্রশাসক না থাকায় স্থানীয় সরকার বিভাগরে উপ-পরিচালক শঙ্কর কুমার বিশ^াস স্মারকলিপিটি গ্রহন করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোঃ ইউসুফ, সাধারন সম্পাদক নাজমুল হক শিকদার, নাসিরনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাজহারুল হুদা, নবীনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনসুর আহমেদ প্রমুখ। স্মারকলিপিতে সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার পদে কর্মরত কর্মকর্তাগণের গ্রেড ১০ম হতে ৯ম এ উন্নতীকরণের দাবী জানানো হয়।

স্মারকলিপি প্রদানশেষে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ জানান, এই বিভাগে কর্মকরত সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারবৃন্দদের বঞ্চিত রেখে প্রাথমিক ডিপার্টমেন্টের উন্নয়ন ও অগ্রগতি কখনো সম্ভব নয়। এই কর্মকর্তারা প্রাথমিক ডিপার্টমেন্টের মাঠ পর্যায়ে সকল গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করলেও তারা অবহেলার শিকার। বিগত ৩০ বছর ধরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে কোনো গ্রেড উন্নতীকরণ করা হয়নি। এতে সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ বৈষম্যের শিকার হচ্ছে। এ অবস্থায় শিক্ষার সার্বিক পরিবেশ উন্নতীকরণের জন্য সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসারবৃন্দের গ্রেড উন্নতীকরণের দাবী জানান।

শেয়ার করুন

Sorry, no post hare.