,
শিরোনাম:
ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর বিক্ষোভ মিছিল-সমাবেশ যায়যায়দিনের নবীনগর প্রতিনিধি গোলাম মোস্তফার ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়া তিয়ানশি ডিস্ট্রিবিউটরদের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ৩৫৪ বোতল বিদেশী মদসহ ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন গ্রেপ্তার কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে / ২৫ জন আহত ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে উপচেপড়া ভীড় টিকটক করতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে এতিম ও ছিন্নমূল পথশিশু পেল পছন্দের পোশাক ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার কালের সাক্ষী আখাউড়ার খড়মপুরের ১১’শ বছরের পুরোনো মসজিদ

ডেভিল হান্টের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

WhatsApp Image 2025 03 26 at 16.54.09 2ab05388 jpg

খবর সারাদিন রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়ায় ডেভিল হান্টের অভিযানে জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
গত মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম মেড্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুদ্দিন চৌধুরী শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া গ্রামের ধন মিয়ার চৌধুরীর ছেলে। মঙ্গলবার রাতে তাকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
পুলিশ জানায় গ্রেপ্তারকৃত সাইফুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, ঢাকার যাত্রাবাড়ী ও পল্টন থানায় হত্যাসহ বিস্ফোরক আইনে ৭টি মামলা রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে আশুগঞ্জ থানা পুলিশ ও র‌্যাবের একটি টিম জেলা শহরের পশ্চিম মেড্ডা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, ঢাকার যাত্রাবাড়ী ও পল্টন থানায় হত্যাসহ বিস্ফোরক আইনে ৭টি মামলা রয়েছে।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৩টি, আশুগঞ্জ থানায় ২টি এবং ঢাকায় ২টিমামলা রয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Sorry, no post hare.