স্টাফ রিপোর্টার : পাসপোর্ট না নিয়ে ভিভিআইপি ডিউটির জন্য কাতারে যাওয়া বিমানের বৈমানিক ক্যাপ্টেন ফজল মাহমুদ দোহা এয়ারপোর্টে আটকা পড়েছেন।
আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ড থেকে কাতারে যাবেন। কাতাদের দোহা থেকে দেশে ফিরবেন শনিবার সকালে। প্রধানমন্ত্রী ফিনল্যান্ড থেকে দোহায় আসবেন একটি বিদেশি এয়ারলাইন্সে।শনিবার তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে দোহার থেকে ঢাকায় আসবেন।
প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ফ্লাইটে আনার জন্য ৩ জন ককপিট ক্র এবং ১২ জন কেবিন ক্রু দোহার পৌঁছেছেন। কিন্তু তাদের মধ্যে ক্যাপ্টেন ফজল মাহমুদ গিয়েছেন পাসপোর্ট না নিয়ে প্রধানমন্ত্রীকে আনার মতো গুরুত্বপূর্ণ ভিভিআইপি ফ্লাইটে। যে কারণে ইমিগ্রেশন অতিক্রম করার সময় তিনি পাসপোর্ট দেখাতে পারেননি। ফলে তাকে ইমিগ্রেশন পুলিশ আটকে দিয়েছে। বাকিদের বিমানবন্দর থেকে বের হতে দিলেও ফজল মাহমুদকে আটকে রাখা হয়েছে।
এদিকে বিমান কর্তৃপক্ষ ক্যাপ্টেন ফজল মাহমুদের পাসপোর্ট সংগ্রহ করে দোহারে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তার কাছে পাঠানোর চেষ্টা করে। কিন্তু কাতার এয়ার এয়ারওয়েজ কর্তৃপক্ষ ‘কোনো বিদেশি নাগরিকের পাসপোর্ট এভাবে নিয়ে যাওয়া বেআইনী’ বলে সাফ জানিয়ে দেয়।
বর্তমানে বাংলাদেশের একটি বেসরকারি এয়ারলাইন্সের দোহাগামী ফ্লাইটে ক্যাপ্টেন ফজল মাহমুদের পাসপোর্টটি পাঠানোর চেষ্টা করা হচ্ছে।