,
শিরোনাম:
নাশকতার মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় স্বাচিপ সভাপতি আবু সাঈদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক নেতা আবু সাঈদ গ্রেফতার বিএনপির উপর দুর্নাম আসবে এমন কাজ থেকে প্রশাসনকে বিরত থাকতে হবে……কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামল ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুইমন্ত্রী-৮ সাবেক এমপিসহ ২৪০ জনের বিরুদ্ধে নাশকতা ও বিষ্ফোরক মামলা ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির আত্মহত্যা , কারারক্ষী বরখাস্ত। ব্রাহ্মণবাড়িয়ায় কার্ডধারিদের মধ্যে টিসিবির পন্য বিক্রয় শুরু ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ সেবনে শিশুর মৃত্যুর অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় ডিম ও পিঁয়াজের আড়তে ট্রাস্কফোর্সের অভিযানে দুই দোকানীকে ১ লক্ষ টাকা জরিমানা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া বিজয়নগরের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিজয় হয়েছেন নাসিমা লুৎফুর রহমান।

IMG 20190618 223148

খবর সারাদিন রিপোর্ট : বিজয়নগরে প্রথম মহিলা চেয়ারম্যান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) নাসিমা লুৎফুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) এডভোকেট তানভীর ভূইয়া। মঙ্গলবার রাতে উপজেলার ৬৩টি ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাহেদুল ইসলাম।

তিনি জানান, নির্বাচনে নাসিমা লুৎফুর রহমান পেয়েছেন ৩৩ হাজার ৪৭৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ প্রার্থী তানভীর ভূইয়া পেয়েছেন ২৫ হাজার ৭৯৩ ভোট। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে ৩৮ হাজার ৩৩৯ ভোট পেয়ে মাহমুদুর রহমান মান্না এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেত্রী রাণী কলস প্রতীকে ৪৯ হাজার ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্ধিতা করেন। এখানে মোট ভোটারের সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৮৭ হাজার ৪৯০ এবং নারী ভোটার ৮৩ হাজার ৮৭৩জন। এছাড়াও একই দিনে জেলার বাঞ্চারামপুর উপজেলায় প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় এখানে কোন পদেই নির্বাচন হচ্ছে না। এ উপজেলায় নৌকা প্রতীকে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত হয়েছেন।

শেয়ার করুন

Sorry, no post hare.