,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

গ্রীন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে বাগান পরিষ্কার ও গাছ লাগানো কর্মসূচি

001

নিজে বাঁচি পরিবেশ বাঁচাই, চলো সবাই গাছ লাগাই। এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে গ্রীন ব্রাহ্মণবাড়িয়া। আজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় ৩ পর্বে কাউতলি চত্তর সৌধ হিরণ্ময় স্থানে বাগান পরিষ্কার ও গাছ লাগানোর কর্মসূচি অনুষ্টিত হয়।উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু সাঈদ শামিম স্যার। গ্রীন ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে গত শুক্রবার ফুকিরাপুলের বাগান পরিষ্কার ও গাছ লাগানোর ২য় পর্বের কর্মসূচি হয়। গ্রীন ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে অনলাইন ও অফলাইন ভিত্তিক বাগান সেবামূলক অব্যাবসায়িক ফেইজবুক সংগঠন।যার মাধ্যমে বিনা মূল্যে গাছ শেয়ারিং এবং কেয়ারিং করে থাকে। গাছ,বিজ,কান্ড,চারা ইত্যাদি বিতরণ করছে।তাদের উদ্দেশ্য সবার বাড়িতে বাগান করবে কিন্তু বিনা মূল্যে, সেটা সম্ভব কারণ যারা বাগান করে তাদের বাড়িতে অনেক অবশিষ্ট গাছ,ডাল,বিজ,চারা হয় সেটা সবাই সাধারণত ফেলে দেই, ফেলে দেওয়া অংশটা সবাইকে বিতরণে মাধ্যমে বাগান করছে। একজন বাগানি আরেজন বাগানিকে গাছ দিয়ে সাহায্য করছে। ফুল,ফল,সবজি চাষ করার পদ্ধতি ও পরিচর্চার বিষয় নিয়ে এই গ্রুপে আলোচনা করে।এই গ্রুপে গাছ বিতরণের সাতটি ইভেন্ট করেছে।সবাইকে বিনামূল্যে গাছ দিয়েছে। আবার সেই গাছ গুলো কিভাবে যত্ন করবো তার পরামর্শ দিচ্ছে। প্রতিটা বাড়ির ছাদ,বারান্দা,আঙ্গিনা কে সবুজ করার একটা সুন্দর উদ্যোগ। যে কেউ প্রাথমিক পার্যায়ে বাগন করতে পারবে বিনা মূল্যে।।

শেয়ার করুন

Sorry, no post hare.