,
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু দেশের সবকিছু সংস্কারের দায়িত্ব অন্তর্বতী সরকারকে দেয়া হয়নি- কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়া বিএসএফ’র গুলিতে কসবায় দুই বাংলাদেশী আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া কলেজে স্মরণ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃংখলা কমিটির সভায় যানজট নিরসনে শহরের দুটি রাস্তা ওয়ানওয়ে করার দাবি রাজনৈতিক দলের পদে থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করা যাবেনা ১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী আনিসুল হক দলীয় প্রতীক ছাড়াই কসবা-আখাউড়ায় ইউপি নির্বাচন

Brahmanbaria law minister pic

খবর সারাদিন রিপোর্ট : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, জনগনের মতামত বুঝতে পেরেই ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় দলীয় প্রতীক নৌকা ছাড়াই আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হলে তিনিও তাতে সম্মতি দিয়েছেন। মন্ত্রী শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন উন্মুক্ত করে দেয়ায় এলাকাজুড়ে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনের সকল প্রার্থীর মধ্যে নির্বাচনী উত্তার দেখা যাচ্ছে। কারণ আমি মনে করি নৌকা প্রতীক দেয়া হলে নির্বাচনে আর কেউ দাঁড়াত না। তিনি নির্বাচনে জনগনকে তাদের পছন্দের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে আহ্বান জানান। পরে তিনি বায়েক ইউপির দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভুইয়া জীবন, বায়েক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহরিয়ার ভুইয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান আল মামুন ভুইয়া, সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেয়।

 

শেয়ার করুন

Sorry, no post hare.