ঢাকা প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করলেন এনামুল হক বিজয়। শুক্রবার আবাহনীর বিপক্ষে ১০২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। তার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩০২ রান তুলেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
এর আগে লিজেন্ড অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন এনামুল। রূপগঞ্জের বিপক্ষে ১০০ রানে অপরাজিত ছিলেন তিনি। আর শেখ জামালের বিপক্ষে করেছিলেন ১০২ রান।
আজ আবাহনীর বিপক্ষে তার ১০২ রানের ইনিংসটিতে ছিল ২টি ছক্কা ও ৫টি চারের মার। বল খেলেছেন ১২৮টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি তার দ্বাদশ সেঞ্চুরি।
এনামুল ছাড়াও প্রাইম ব্যাংকের বড় স্কোরে ভুমিকা রাখে অভিমন্যু এসওয়ারানের ৮৫ ও আরিফুল হকের ৫১ রান।
শেয়ার করুন