ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : শব্দ দূষন প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পয়েন্টে ব্যাটারিচালিত অটোরিক্সা থেকে হাইড্রলিক হর্ণ অপসারণে অভিযান চালিয়েছে ট্রাফকি বিভাগ।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের কাউতলী, টি. এ রোড, ফকিরাপুল, কোর্টরোড ও কুমারশীল মোড়সহ বেশ কয়েকটি স্থানে এ অভিযান পরিচালিত হয়। এ সময় যত্রতত্র হর্ণ বাজানোর দায়ে এবং শব্দ দূষনের প্রকোপ কমাতে বিপুল সংখ্য ব্যাটারিচালিত অটোরিক্সা থেকে চায়না বিশেষায়িত হাইড্রলিক হর্ণগুলি অপসারণ করা হয়।
জেলা ট্রাফিক বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে শহরবাসী এই হাইড্রলিক হর্ণের কারণে দুর্ভোগ পোহাচ্ছে। স্থানীয় জনগনের দাবীর প্রেক্ষিতে এ অভিযান পারিচালিত হয়েছে। সেসাথে হাসপাতাল এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ যত্রতত্র হর্ণ না বাজাতে চালকদের সচেতন করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন