গত ২৯ জুলাই দৈনিক একুশে আলো পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রেমালাপের ভয়েস রেকর্ডিং তোলপাড় এবং আরো কয়েকটি সংবাদমাধ্যমে বিভিন্ন শিরোনামে আমাকে (মুফতী জাহিদুল ইসলাম সুফল) জড়িয়ে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে উক্ত সংবাদ টি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত । আমি এ সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । উক্ত সংবাদটি আমাকে হয়রানি ও সমাজে হেয় প্রতিপন্ন করতে একটি কুচক্রী মহলের বানোয়াট। সংবাদমাধ্যমে মায়ের সমতুল্য আমার ভাবির সাথে কথা বলা কে প্রেমিকার সাথে কথোপকথন উল্লেখ করা হয়েছে যা খুবই আপত্তিকর। মূলত আমার ভাবির সাথে ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। ঘৃণিত এ তাণ্ডবের পর আমরা সমবায় মার্কেট ফায়ার সার্ভিস মডের ঘোরা অতিক্রম করে জগত বাজার ব্যবসায়িক কাজে যাই ও ভাবির সাথে ফোনালাপে আমি কোন হামলা ভাঙচুরে জড়িত হয়েছি সে ধরনের কোনো বক্তব্য ও দেয়নি। ঐদিন জগত বাজারে আমার যাওয়ার পথে কোন ভিডিও ফুটেজ আমাদের দেখা গিয়ে থাকলে পুলিশি হয়রানির শিকার হতে পারি সে আশঙ্কার কথাই বলেছিলাম। আমি স্পষ্ট করে বলছি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমাদের কোন রকম সম্পৃক্ততা নেই। আমি ২০১৩ – ১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স সমাপনী) সম্পন্ন করি এবং ২০১৫ -১৬ সালে ঢাকা বড়কাটরা মাদ্রাসা থেকে ইফতা (মুফতি) সম্পন্ন করি এরপর ২০১৭ সাল থেকে সুনামের সাথে নির্মাণ ব্যবসায় জড়িত রয়েছি। ফলে একটি কুচক্রী মহল আমার প্রতি ইশমভিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং এ ধরনের সংবাদ প্রকাশের সাংবাদিক ভাইদের মিথ্যা বানোয়াট তথ্য প্রদান করে সংবাদটি সম্পূর্ণরূপে আমাকে হয়রানি এবং আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
জাহিদুল ইসলাম সুফল
পিতা-মৃতশাহজাহান মিয়া
গ্রাম রাজঘর ব্রাহ্মণবাড়িয়া।