খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী চক্রের মূলহোতা মোঃ রাসেল মিয়া-(৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১২টায় নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বিটুই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল মিয়া জেলার সরাইল উপজেলার পূর্ব কুট্টাপাড়ার আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই রাতে সরাইলের বিশ্বরোড মোড়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাসেল ও তার সহযোগীরা ৫টি মোটর সাইকেল আটক করে মোটর সাইকেলে থাকা ১৩জন আরোহীর কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের চেইন এবং ১৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ছিনতাইয়ের শিকার নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের মিলন মিয়ার ছেলে সুমন মিয়া সরাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে পর দিন ডাকাত ও ছিনতাইকারী চক্রের গাফফার মিয়াকে গ্রেপ্তার করা হয়। গাফফারের দেয়া তথ্যমতে ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নাসিরনগর থানা পুলিশের সহায়তায় সরাইল থানার পুলিশ নাসিরনগর উপজেলার বিটুই গ্রাম থেকে ডাকাত সর্দার রাসেল মিয়াকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন বলেন, গ্রেপ্তারকৃত রাসেল মিয়ার বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে রাসেল মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।