,
শিরোনাম:
১৪৪ ধারা জারির মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়৷ ব্রাহ্মণবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘর্ষের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রী, চার এমপিসহ ১০৬ জনের বিরুদ্ধে নাশকতার মামলা নাসিরনগর সরকারি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও লিফলেট বিতরণ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কাউন্সিল নিয়ে বিএনপির দু’গ্রুপের সংর্ঘষ, আহত অর্ধশত ব্রাহ্মণবাড়িয়ায় মামলা বানিজ্য \ কাজ হচ্ছেনা পুলিশের সর্তক বিজ্ঞপ্তিতে \ জনমনে আতঙ্ক ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ও শীত বস্ত্র বিতরন ব্রাহ্মণবাড়িয়ায় তিন মাদক পাচারকারী গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু

রোনাল্ডোর হতাশার রাতে মেসির শিরোপা উৎসব

1010

খবর সারাদিন রিপোর্ট : শিরোপা নিশ্চিত করতে শেষ দুই ম্যাচে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। শনিবার স্ত্রাসবুর্গের মাঠে ১-১ গোলে ড্র করে শেষ রাউন্ডের আগেই লক্ষ্য ছুঁয়ে ফেলল পিএসজি। লিওনেল মেসির রেকর্ডরাঙা গোলে সাঁত এতিয়েকে (১০) ছাড়িয়ে ফরাসি লিগে রেকর্ড ১১তম শিরোপা জিতেছে প্যারিসের ক্লাবটি। ১১ শিরোপার নয়টিই এসেছে কাতারি মালিকের অধীনে গত ১১ বছরে। দলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারায় পিএসজি সমর্থকদের চোখের বালি হয়ে উঠেছিলেন মেসি। মৌসুম শেষে তার দলবদল একরকম নিশ্চিত। ফরাসি লিগে চার ম্যাচের গোলখরা কাটিয়ে সেই মেসিই নিশ্চিত করলেন পিএসজির শিরোপা উৎসব। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে দলকে এগিয়ে দেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা। ৭৯ মিনিটে কেভিন গামেইরো স্ত্রাসবুর্গকে সমতায় ফেরালেও পিএসজির শিরোপা নিশ্চিত করার পথে সেটি কোনো বাধা হয়নি। ৩৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট এখন ৮৫। দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৮১।

পিএসজিকে শিরোপা এনে দেওয়া গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়িয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ গোলের নতুন রেকর্ডও গড়েছেন মেসি। সৌদি আরবে পাড়ি জমানোর আগে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ৬২৬ ম্যাচে ৪৯৫ গোল করেছিলেন রোনাল্ডো। ৪৯৬ গোল করে মেসি তাকে ছাড়িয়ে গেলেন মাত্র ৫৭৭ ম্যাচেই। এ ছাড়া পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি ৪৩টি শিরোপা জিতে সাবেক বার্সেলোনা সতীর্থ দানি আলভেসের রেকর্ড ছুঁয়েছেন মেসি।

মেসির অনেক পাওয়ার রাতে নিশ্চিত হয়েছে সৌদি আরবে প্রথম মৌসুমটা শূন্য হাতেই শেষ করতে হচ্ছে রোনাল্ডোকে। তার দল আল নাসরে ১-১ গোলে ড্র করেছে আল ইত্তিফাকের সঙ্গে। অন্য ম্যাচে আল ফেইহাকে ৩-০ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সৌদি প্রো-লিগের শিরোপা জিতেছে আল ইত্তিহাদ। আল নাসরের ড্রয়ে গোল পাননি দ্বিতীয়ার্ধে হালকা চোট নিয়ে মাঠ ছাড়া রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকাকে দলে ভেড়ানোর সময় ট্রেবল জয়ের সুযোগ ছিল আল নাসরের সামনে। সৌদি লিগের শীর্ষে ছিল তারা। জানুয়ারিতে দলটিতে যোগ দিয়ে রোনাল্ডো সৌদি লিগকে আলোচনায় নিয়ে এলেও একে একে সব টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আল নাসরে। এবার লিগ শিরোপাও হাতছাড়া হয়ে গেল।

এদিকে মৌসুমের শেষ ম্যাচে সান্তা ক্লারাকে ৩-০ গোলে হারিয়ে পোর্তোকে পেছনে ফেলে পর্তুগিজ লিগে রেকর্ড ৩৮তম শিরোপা জিতেছে বেনফিকা। আগেই লা লিগার শিরোপা হারানো রিয়াল মাদ্রিদ এদিন রদ্রিগোর জোড়া গোলে সেভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ধরে রেখেছে। সেরি-এ লিগে আতালান্তাকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষ চারে থেকে আগামী সৌমুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চত করেছে ইন্টার মিলান।

শেয়ার করুন

Sorry, no post hare.