,
শিরোনাম:
ব্যালট পেপারে ভুল প্রতীক থাকায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচীর মধ্যে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিল থেকে কৃষকের মরদেহ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় ডোবায় ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু নির্বাচনে যারা নৌকার বিরোধিতা করে আওয়ামীলীগে তাদের জায়গা নেই ———-ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্ত মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চোখের জল ভাসিয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে একজন নিহত ও ৫ জন আহত এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেয়া হবেনা-গণপূর্ত মন্ত্রী ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় তুচ্ছ ঘটনা নিয়ে ছুরিকাঘাতে খুন

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সেলাই মেশিন বিতরন
খবর সারাদিন রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন অসহায় নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশেনের পক্ষ থেকে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। মজিদ-নাহার ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন হিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত ও মজিদ-নাহার ফাউন্ডেশনের সহসভাপতি এইচ. এম. জাকারিয়া। সভায় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেন, মজিদ-নাহার ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থাকে। আজকের সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অসহায় নারীরা স্বাবলম্বী হতে পারবেন। মজিদ-নাহার ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ অসহায়দের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। পরে আলোচনা শেষে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন অতিথিরা। এছাড়াও অনুষ্ঠানে মজিদ-নাহার ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন হিটুর হাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য পদের সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আল আমিন শাহীন।
শেয়ার করুন

Sorry, no post hare.